ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সম্মানিত ডেপুটি স্পিকার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
 কলকাতায় সম্মানিত ডেপুটি স্পিকার  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে সম্মাননা দেওয়া হয়েছে।  

পশ্চিমবঙ্গের ‘হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর সোশ্যাল ওয়েলফেয়ার’সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে।

 

রোববার (৩১ জুলাই) কলকাতার অবনীন্দ্র সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।  

সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ফজলে রাব্বী মিয়াকে ‘হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর সোশ্যাল ওয়েলফেয়ার’ সম্মাননা দেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে ‘সমাজ দরদিয়া অনন্য পুরস্কার’ তার হাতে তুলে দেয় ‘এ রে অব লাইট’।  

এছাড়া সামাজিক ক্ষেত্রে অবদানের জন্যে ‘ইন্দো-বাংলা সোশিও কালচার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ডেপুটি স্পিকার। পুরস্কারটি দিয়েছে কলকাতার ‘দি ফোনিক্স’ নামে একটি সংগঠন।  

আর ‘ভাইব্রেশন অব জয়-চলার আনন্দ’ সংগঠনের পক্ষ থেকে ফজলে রাব্বী মিয়াকে ‘এপার বাংলা ওপার বাংলা সামাজিক দর্পণ-২০১৫’ সম্মাননায় ভূষিত করা হয়।  

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, আমরা একাত্তরকে ভুলিনি, ভুলিনি বাংলাদেশের বন্ধু ইন্দিরা গান্ধীকেও, ভবিষ্যতেও ভুলবো না।  

‘দুই দেশের এই আত্মার মিল ভবিষ্যতেও অটুট থাকবে,’ যোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ভিএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।