ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় হামলার ঘটনায় তদন্তের নির্দেশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আগরতলায় হামলার ঘটনায় তদন্তের নির্দেশ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে মিছিলের নামে আইপিএফটি দলের একাংশ কর্মী-সমর্থকের আক্রমণের ঘটনায়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) আইপিএফটি দলের একাংশ কর্মী-সমর্থক সাধারণ মানুষের ওপর আক্রমণ করে আগরতলার একাধিক স্থানে।

ওই ঘটনায় বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এক পর্যালোচনা বৈঠকে বসেন। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব ওয়াই পি সিং, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) কে নাগ রাজ, আইনশৃঙ্খলা শাখার অতিরিক্ত ডিজি, প্রশাসনের অতিরিক্ত ডিজিসহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকে শান্তি বজায় রাখতে ও মানুষ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে এজন্য কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য সরকারকে সাহায্য করছে।

এদিকে, পশ্চিম জেলায় জারিক করা ১৪৪ ধারা নির্দিষ্ট সময় পর্যন্ত জারি থাকবে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে ‍পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, আগস্ট  ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।