ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব আর নেই

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব আর নেই ছবি: বাংলানিউজ

আগরতলা: না ফেরার দেশে পাড়ি জমালেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার।

রোববার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ আগরতলা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

গত কয়েকদিন আগে তিনি নিউমোনিয়াসহ নানা শারীরিক অসুস্থতা নিয়ে জি বি হাসপাতালে ভর্তি হন। তার চিকিৎসার জন্য পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গঠিত হয়েছিল মেডিকেল বোর্ড। চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়।

শনিবার (২৭ আগস্ট) মুখ্যমন্ত্রী মানিক সরকার জি বি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিন হাসপাতাল থেকে প্রথমে তার মরদেহ নিয়ে আসা হয় বিধানসভা ভবনে। সেখানে রাজ্য বিধানসভার স্পিকার প্রথমে তাকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান, এরপর ডেপুটি স্পিকারসহ মন্ত্রী, বিধায়ক ও আমলারা শেষ শ্রদ্ধা জানান।

বিধানসভা থেকে তার মরদেহ আনা হয় রাজধানীর মেলার মাঠ এলাকার সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ে। সেখানে প্রথমে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর ও প্রাক্তন সাংসদ খগেন দাস তাকে দলীয় পতাকা জড়িয়ে দেন, এরপর মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য মন্ত্রী ও নেতা-কর্মীরা শেষ শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এসএনএস   
 
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।