ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন কনসাল জেনারেলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন কনসাল জেনারেলের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্রেইগ এল হল।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে আগরতলা পৌঁছে মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন মার্কিন কনসাল জেনারেল।

সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ক্রেইগ এল হলের স্ত্রী মিরিয়াং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন। মুখ্যমন্ত্রী মানিক সরকারতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই মহাকরণে গিয়েছিলেন তারা।

ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দফতর এবং কলকাতাস্থ মার্কিন কনস্যুলেটের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহাকরণ থেকে বের হয়ে আসার সময় কনসাল জেনারেল ক্রেইগ এল হল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের সামনে যোগাযোগসহ উন্নয়নের ক্ষেত্রে এক উদাহরণ, ইতিমধ্যে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ, ইন্টারনেট পরিসেবার আদান প্রদান হচ্ছে। রেল যোগাযোগ হয়েছে, সড়ক পথের উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারের উদ্যোগ চলছে।
 
পাশাপাশি ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি আমদানি করা হয়েছে বলেও জানান ক্রেইগ এল হল।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।