ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলা শুরু ২৫ জানুয়ারি থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
কলকাতা বইমেলা শুরু ২৫ জানুয়ারি থেকে

২০১৭ সালের ২৫ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বই মেলা। এবারের বই মেলার থিম ‘কোস্টারিকা’।  মেলায় এবার ৮০০টি স্টল থাকবে। কলকাতা বই মেলায় থাকবে বাংলাদেশসহ আরও বেশ কিছু দেশের আলাদা প্যাভিলিয়ন।

কলকাতা: ২০১৭ সালের ২৫ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বই মেলা। এবারের বই মেলার থিম ‘কোস্টারিকা’।

 মেলায় এবার ৮০০টি স্টল থাকবে। কলকাতা বই মেলায় থাকবে বাংলাদেশসহ আরও বেশ কিছু দেশের আলাদা প্যাভিলিয়ন।
 
তবে ভারতে নোট বাতিলের প্রভাব কলকাতা বই মেলায় পড়তে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। যদিও তারা এই বিষয়ে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তবুও বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত।
 
এ কারণে একদিকে যেমন তারা ভারতের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন, অন্যদিকে স্টলগুলোতে ই-পেমেন্টের ব্যবস্থা রাখার ভাবনা চিন্তা করছেন।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছর কলকাতা বইমেলায় ৫ হাজার বই প্রকাশিত হয়। নোট বাতিলের জেরে এ বছর সেই সংখ্যা প্রায় অর্ধেক হবার সম্ভাবনা রয়েছে। যদিও উদ্যোক্তারা জানিয়েছেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবার চেষ্টা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।