দিবসটি উপলক্ষে কমিশন চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন কলকাতা উপ-হাইকমিশনার জকি আহাদ।
এরপর মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে নৈশ ভোজের আয়োজন করা হয়। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ভি.এস/ওএইচ/