সোমবার (২৭ মার্চ) তৃণমূল সংসদ সদস্য সৌগত রায় জানান, পশ্চিমবঙ্গ সরকারকে কিছুই না জানিয়ে যদি তিস্তা চুক্তির শর্তাবলি চূড়ান্ত হয়ে থাকে, তাহলে কোনোভাবেই তাতে সিলমোহর দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাতকারে বলেছিলেন, আগামী ২৫ মে ঢাকায় তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে তার কাছে খবর আছে।
সৌগত রায় বিষয়টি সোমবার লোকসভার জিরো আওয়ারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। পশ্চিমবঙ্গের স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশকে পানি দেওয়া যে রাজ্য সরকার মানবে না, তা স্পষ্ট জানিয়ে দেন তিনি।
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন। এ সফরে হাইটেকনোলজি, স্পেস, আইটি, ইলেক্ট্রনিক্স, সিকিউরিটি ও সিভিল নিউক্লিয়ার এনার্জি মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তির বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। তিস্তা চুক্তির বিষয়েও আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, মমতার বরাবর বিরোধিতার কারণেই তিস্তা পানি বণ্টন চুক্তি হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ভিএস/টিআই