বর্তমানে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত মৈত্রী একপ্রেস চলাচল করে। নতুন কলকাতা-খুলনা মৈত্রী এক্সপ্রেসটি চলবে বনগাঁ সীমান্ত স্টেশন পেট্রাপোল হয়ে।
এর আগে গত ২৭ মার্চ ভারতীয় রেলের ডি আর এম বাসুদেব পাণ্ডা বনগাঁ সীমান্ত পরিদর্শন করেন। শুক্রবার (৩১ মার্চ) বনগাঁ সীমান্তের স্টেশন পেট্রাপোল পরিদর্শন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এসএন অগ্রবাল।
তবে উদ্বোধন হলেও সম্ভবত এ রুটে নিয়মিত ট্রেন চলাচল করতে আরো কিছুদিন সময় লাগবে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১ এপ্রিল , ২০১৭
ভি.এস/জেডএম