ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অসুস্থ বুদ্ধবাবুকে দেখে এলেন মমতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
অসুস্থ বুদ্ধবাবুকে দেখে এলেন মমতা অসুস্থ বুদ্ধবাবুকে দেখে এলেন মমতা

কলকাতা: অসুস্থ সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে বুদ্ধদেবের বাস ভবন বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তিনি বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

পরে বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

আচমকা মুখ্যমন্ত্রী মমতাকে দেখে বুদ্ধবাবু বলেন, ‘আপনি আবার বাড়িতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ’

মমতা তাকে বলেন, ‘অসুস্থতার খবর পেয়ে আমি সোজা আপনাকে দেখতে চলে এসেছি। আপনার জন্য পিজি হাসপাতালে সব ধরনের ব্যবস্থা করা আছে। আপনি চাইলে ওখানে যেতে পারেন। ’

‘বুদ্ধবাবু তাকে বলেন, আমি এখন অনেক ভালো আছি। বাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছি। ’

তবে সিপিএম সূত্রে অবশ্য বুদ্ধবাবুর অসুস্থতা নিয়ে সরকারিভাবে কোনোও বিবৃতি না দেওয়া হলেও, পরে সৌজন্যে সাক্ষাতকারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা,  অক্টোবর ১৭, ২০১৭
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।