ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দিন সংঘর্ষ, নিহত ১০ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৮
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দিন সংঘর্ষ, নিহত ১০  আহতদের মধ্যে একজন। ছবি: সংগৃহীত

কলকাতা: কেন্দ্র দখল, ব্যালট বাক্স পোড়ানোর ঘটনার মধ্য দিয়ে  পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ মে) সকাল থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরুর পর থেকেই দিনভর রাজ্যের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রাজ্যের মুর্শিদাবাদের বেলডাঙা ও নওদায়, দক্ষিণ ২৪ পরগনার কুলতলী, উত্তর ২৪ পরগনার আমডাঙা ও দেগঙ্গা, নদিয়ার শান্তিপুর ও নাকাশিপাড়া, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এবং কোচবিহার উত্তরে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে।  

রাজ্যের সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দীর্ঘ টালবাহানা এবং আদালতে আইনি লড়াইয়ের পর সোমবার সকাল থেকেই রাজ্যে  নবম পঞ্চায়েত ভোটের ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাতটা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ২০টি জেলার ৪৬ হাজার ৭০৬টি বুথ কেন্দ্রে ভোট দেন ভোটাররা।

বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হলেও কোনো কোনো জায়গায় শাসক দল তৃণমূলের সঙ্গে সিপিএম ও বিজেপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
 
কোথাও কেন্দ্র দখল, বুথে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই ও ব্যালট পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে ভোটগ্রহণ পর্বকে শান্তিপূর্ণ করতে রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সবরকম প্রস্তুতি নিয়েছিল। তবে তা খুব একটা কাজে দেয়নি।  

এদিকে ভোটের আগের দিন অর্থাৎ রোববার (১৩ মে) রাতে দক্ষিণ ২৪ পরগনার নামখানার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের সিপিএম কর্মী দেবু দাস ও তার স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।  

নির্বাচন কমিশনের সূত্র বলছে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে দুপুর পর্যন্ত ৪১ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে। আগামী ১৭ মে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১৮
ভিএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।