ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাঙলার আন্তরিকতার চিত্র উঠে এলো কলকাতার ইফতারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জুন ৫, ২০১৮
দুই বাঙলার আন্তরিকতার চিত্র উঠে এলো কলকাতার ইফতারে ইফতার মাহফিল, ছবি: বাংলানিউজ

কলকাতা: কলকাতা করপোরেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে দুই বাঙলার আন্তরিকতার চিত্র ফুটে উঠেছে। প্রতি বছরের মতো এ বছরেও ইফতার মাহফিলের আয়োজন করেছিলো কলকাতা করপোরেশন।

সোমবার (০৪ জুন) কলকাতার পাকসার্কাস ময়দানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

এসময় ইফতার মাহফিলে উপস্থিত সবার কথাবার্তায় উঠে আসে দুই বাংলার সাংস্কৃতিক যোগাযোগের ঐতিহ্যপূর্ণ ইতিহাসের কথা। এছাড়া পুরো রমজানে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হবে, আগামী দিনে কিভাবে এ সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ সব বিষয় উঠে এসেছে।

প্রধান অতিথি ছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সংসদ সদস্য সুদীপ বন্দোপাধ্যায় ও নয়না বন্দোপাধ্যায়। এছাড়া বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সন্ন্যাসিসহ কলকাতার বিশিষ্ট জনেরা।

মাওলানা সুলেমান আবেদীনের পরিচালনায় পাঁচ হাজার রোজাদার ও বিভিন্ন ধর্মের মানুষ এ ইফতার মাহফিলে অংশ নেন। এসময় রমজান উপলক্ষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
ভি.এস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।