ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে একদিনে শনাক্ত ৩১৮২, কলকাতায় ৫৩৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
পশ্চিমবঙ্গে একদিনে শনাক্ত ৩১৮২, কলকাতায় ৫৩৪ ...

কলকাতা: করোনা আতঙ্ক কাটছে না। পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮২ জন। এ নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩১ হাজার ৪৮৪ জন।

আক্রান্তের পাশাপাশি রাজ্যে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। গত ১ দিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৪ হাজার ৪৮৩ জন।

তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন মোট ২ লাখ ২ হাজার ৩০ জন। সরকারী পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ।

তবে রাজ্যের নিরিখে এখনও উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন এবং উত্তর ২৪ পরগনায় শনাক্তের সংখ্যা  ৫১৫ জন। এর জেরে কলকাতায় মোট কোভিড-১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৩২০ জন এবং উত্তর ২৪ পরগনা ৪ হাজার ২৮৩ জন। এরপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ১ হাজার ৬১১ জন, হাওড়ায় ১ হাজার ২৭৬ জন।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
ভিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।