ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মৌসুমের শীতলতম দিন, ঠান্ডায় কাঁপছে কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
পশ্চিমবঙ্গে মৌসুমের শীতলতম দিন, ঠান্ডায় কাঁপছে কলকাতা পশ্চিমবঙ্গে মৌসুমের শীতলতম দিন, ঠান্ডায় কাঁপছে কলকাতা। ছবি: বংলানিউজ

কলকাতা: বছরের শেষলগ্নে ঠান্ডায় কাঁপছে কলকাতা। এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নামলো পশ্চিমবঙ্গে।

সেই সঙ্গে বইছে উত্তরের শীতল হাওয়া।

শনিবার(১৮ ডিসেম্বর) কলকাতা মৌসুমের শীতলতম দিন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুধু কলকাতাই কাঁপছে না, শহরে পাশাপাশি কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যের জেলাগুলো। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং নূন্যতম ৪৭ শতাংশ।

এদিন দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে তিন ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্র আট দশমিক ছয় ডিগ্রি এবং পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমবঙ্গের নিরিখে হাওয়া অফিস থেকে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গের কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতে কনকনে ঠান্ডার সাথে শুষ্ক আবহাওয়া বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
ভিএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।