ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘ত্রিপুরার অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে আগর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
‘ত্রিপুরার অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে আগর’ ...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক বিকাশে বড় ভূমিকা নিতে চলছে আগর গাছ। আগামী ৭ বছরের মধ্যে এই রাজ্য থেকে ন্যূনতম ২ হাজার কোটি রুপির আগর মুম্বাইসহ বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

 

সোমবার (২৮ ডিসেম্বর) রাজ্যের উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি আরও বলেন, সাবেক বামফ্রন্ট সরকার টানা ২৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকলেও তারা আগরের মূল্য বোঝেনি। তাই আগর গাছ কাটার অনুমোদন দেয়নি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগর চাষের অনুমোদন দিয়েছে এবং আগর সোসাইটি গঠন করেছে। ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার মাটি আগর চাষের জন্য খুব উপযুক্ত। তাই এই জেলা রাজ্যে আগর শিল্পের জন্য বড় ভূমিকা নেবে।  

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এসসিএন/এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।