আগরতলা (ত্রিপুরা): আগরতলায় শনিবার (০৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম উৎসব।
স্বামী বিবেকানন্দ ময়দানে এই উৎসবের সূচনা করেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
রঙিন বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বর্তমান সরকার এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে পর্যটন ক্ষেত্রকে ত্রিপুরাসহ দেশের বিভিন্ন রাজ্য এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে যেমন রয়েছে- ইকোট্যুরিজম, টি ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইত্যাদি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও পর্যটন উন্নয়ন নিগমের বিশেষ সচিব কিরণ গিত্যে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসসিএন/এইচএডি