আগরতলা (ত্রিপুরা): গত তিন বছরে ত্রিপুরারাজ্যে অপরাধজনিত ঘটনা তুলনামূলক অনেক কম হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানান তিনি।
মুখ্যমন্ত্রী তার সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য তুলে ধরে বলেন, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা ছিল ৬৫৫টি। ২০২০ সালে তা কমে হয়েছে ৪৬৬টি। মোট ২৮.৮ শতাংশ কমেছে। ২০২০ সালের তুলনায় ২০১৯ সালে ১৫.৪ শতাংশ কম হয়েছে। ২০১৯ সালে খুনের চেষ্টার মতো ঘটনা ঘটেছে ১৫৩টি। ২০২০ সালে তা কমে হয়েছে ১১৭টি। মোট ২৩.৫ শতাংশ কমেছে। খুন ২০১৯ সালে হয়েছে ১৪৪টি। ২০২০ সালে তা কমে হয়েছে ১১৪টি। মোট ২০.৮ শতাংশ কমেছে। ডাকাতি ২০১৯ সালে হয়েছে আটটি। ২০২০ সালে তা কমে হয়েছে তিনটি। মোট ৬২.৫ শতাংশ কমেছে। ছিনতাই ২০১৯ সালে হয়েছে ২২টি। ২০২০ সালে তা কমে হয়েছে চারটি। মোট ৮১.৮ শতাংশ কমেছে। গুরুতর অপরাধজনিত ঘটনার সংখ্যা ২০১৯ সালে হয়েছে ১৩৮২টি। ২০২০ সালে তা কমে হয়েছে ১০১৯টি। মোট ২৬ শতাংশ কমেছে। মোট অপরাধ ২০১৯ সালে ঘটেছে ৫৯৮৮টি। ২০২০ সালে তা কমে হয়েছে ৪৬৫৩টি। শতকরা হিসাবে অপরাধের ঘটনা ২২ শতাংশ কমেছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসসিএন/আরবি