আগরতলা (ত্রিপুরা): করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণ বিভাগ পুনরায় চালু, ত্রিপুরা রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, রাজ্যের কলেজগুলিতে স্থায়ী অধ্যাপক নিয়োগসহ ছয় দফা দাবিতে আগরতলায় মিছিল করেছে দুটি ছাত্র সংগঠন বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) এবং ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)।
রোববার (১১ এপ্রিল) বিকেলে মিছিলটি আগরতলা মেলার মাঠে ছাত্র-যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসএফআই'র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন বিশ্বাস মিছিল শুরুর আগে ছয় দফা দাবি সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান। সরকার যদি দাবিগুলো মেনে না নেয় তবে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসসিএন/কেএআর