ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ ...

আগরতলা (ত্রিপুরা): আবারো আগাম খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহাকুমার মান্দাই থানার মনিকং এলাকায় অভিযান চালিয়ে ৭৬ প্যাকেট গাঁজা জব্দ হয়।

জব্দ করা মোট গাঁজার পরিমাণ ৯১৫ কেজি বলে জানিয়েছেন জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুমন মজুমদার। তবে এই গাঁজা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। একটি পরিত্যক্ত জায়গা থেকে গাঁজার প্যাকেটগুলো জব্দ হয়েছে।

তিনি আরো জানান, প্রতি কেজি গাঁজা বাজারে প্রায় ১০ হাজার রুপিতে বিক্রি হয়। ধারণা করা হচ্ছে অন্য রাজ্যে পাচারের জন্য গাঁজাগুলো জড়ো করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।