ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উদযাপিত হলো স্বাধীনতা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
ত্রিপুরায় উদযাপিত হলো স্বাধীনতা দিবস

আগরতলা, (ত্রিপুরা): সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যজুড়ে উদযাপিত হলো ৭৫তম স্বাধীনতা দিবস।  

রোববার (১৫ আগস্ট) ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা আসাম রাইফেলস ময়দানে।

এদিন সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

তারপর তিনি পুলিশের খোলা গাড়িতে করে আসাম রাইফেলস ময়দান পরিদর্শন করেন। এরপর রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন।  

বক্তব্যে তিনি শিক্ষা-সংস্কৃতি, কৃষিক্ষেত্রে উন্নয়ন, মহামারির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় মুখ্যমন্ত্রী জানান, সাব্রুমে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে মৈত্রীসেতুর কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে ত্রিপুরা এখন খুব সহজে চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত হবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্যের করতে সহজ হবে।

তিনি আরও বলেন, আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণ চলছে। রেললাইনের নিশ্চিন্তপুরে একটি রেল ইয়ার্ডও নির্মাণ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা এবং সরকারি অধিকারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত বছর থেকে মাঠে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বছরও করোনার কারণে অনুষ্ঠানসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

বাংলাদেশ সময় ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।