ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাঙালি ছাত্র সমাজের ৮ দফা দাবিতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
বাঙালি ছাত্র সমাজের ৮ দফা দাবিতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছে বাঙালি ছাত্র সমাজের ত্রিপুরা রাজ্য কমিটি। ৮ দফা দাবিকে সামনে রেখে এ ডেপুটেশন দেওয়া হয়।

শুক্রবার (২০ আগস্ট) সংগঠনের প্রতিনিধি দল রাজধানী আগরতলার অফিস লেন এলাকার শিক্ষা অধিকর্তার অফিসে তাদের দাবি সনদ তুলে দেন।

তাদের এ দাবি সনদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি হলো- কোভিড পরিস্থিতির কথা চিন্তা করে চলতি বছর মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক এবং কলেজের ছাত্র-ছাত্রীদের ভর্তির ফি মওকুফ করতে হবে। পাশাপাশি গরিব ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে সরবরাহ করতে হবে। সকল ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন সুনিশ্চিত করতে হবে।

এছাড়া রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফলক ইংরেজির পাশাপাশি সংবিধান স্বীকৃত ভাষা যেমন বাংলা ও ককবরকে লিখতে হবে বলে জানিয়েছেন সংগঠনের সচিব বিপ্লব দাস।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।