ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৮ দফা দাবিতে আগরতলায় তৃণমূলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
৮ দফা দাবিতে আগরতলায় তৃণমূলের মিছিল

আগরতলা (ত্রিপুরা): সর্বশিক্ষা মিশনে নিয়োজিত শিক্ষকদের নিয়মিতকরণ, পেট্রোল-ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধ করা করাসহ ৮ দফা দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।

শনিবার (২৮ আগস্ট) রাজধানী আগরতলার বনমালীপুর এলাকায় দলের ত্রিপুরা প্রদেশ কমিটির নেতা সুবল ভৌমিকের বাড়ির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে ত্রিপুরা রাজ্যের নেতৃবৃন্দের পাশাপাশি দলের মুখপাত্র কুনাল ঘোষ এবং সাংসদ ড. শান্তনু সেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট, ২০২১
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।