কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন উৎসবের সময় যতই এগোচ্ছে, রাজ্যে ততই ওঠানামা করছে করোনার গ্রাফ।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
দৈনিক করোনা সংক্রমণের তালিকায় ভারতে প্রথম স্থানে রয়েছে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এরপরেই দক্ষিণ ২৪ পরগনা, হুগলী এবং নদিয়া। পাশাপাশি রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিংয়েও বেড়েছে করোনা।
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কালো মেঘ সর্বত্র। উৎসবের মৌসুমে ভারতের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্দ্র। সেই কারণেই রাজ্যগুলোকে বাড়তি তৎপরতা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যগুলোকে বলা হয়েছে, উৎসবের দিনগুলোতে যাতে বাড়তি জমায়েত বা ভিড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রাজ্যের প্রশাসনকে।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
ভিএস/আরআইএস