ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন রতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন রতন ছবি: বাংলানিউজ।

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির বিধায়ক রতন চক্রবর্তী।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী আগরতলায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার বিধানসভা ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি।

এ সময় রতন চক্রবর্তীর সঙ্গে ত্রিপুরা সরকার আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা বিধানসভার চিফ হুইপ বিধায়ক কল্যাণী রায়সহ অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

পরে তিনি বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন।

এদিকে, মনোনয়ন জমা দেওয়ার পর রতন চক্রবর্তী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, জনজাতিকল্যাণ দপ্তরের মন্ত্রী মেভার কুমার জমাতিয়াসহ অন্যান্য মন্ত্রী-বিধায়করা তাকে সমর্থন দিয়েছেন।

স্পিকার হিসেবে নির্বাচিত হলে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়াটা রতন চক্রবর্তীর জন্য শুধু সময়ের অপেক্ষা। কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট ওই পদে মনোনয়ন জমা দেবে না বলে আগেই জানিয়েছে। শুক্রবার নতুন স্পিকারের জন্য বিধায়কদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস পদত্যাগ করলে ওই পদ শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।