ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অফিসারদের মানুষের জন্য কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
অফিসারদের মানুষের জন্য কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী 

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের ২৫তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

 

মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার আসার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো সিভিল সার্ভিস অফিসারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাই এসব অফিসারদের নিবিড়ভাবে সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান রাখেন। যারা এভাবে কাজ করে মানুষের মন জয় করতে পারে, তারা অন্য জায়গায় চলে গেলেও মানুষ তাদের কথা মনে রাখতে এবং পরবর্তী সময় তাদের ভালো কাজের কথা অন্যের কাছে বলে।  

ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৭ লাখ রুপি দান করা হয়েছে। তাদের এই কাজের জন্য অফিসারদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।  

এ সম্মেলনে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডি কে চাকমাসহ অন্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসসিএন/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।