ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিক্ষা ভবনে ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
শিক্ষা ভবনে ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে শিক্ষক পদে চাকরি প্রত্যাশীদের একাংশ সরকারের শিক্ষা ভবনে ডেপুটেশন দিয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) তারা তাদের দাবির সনদ টেট টিচার রিক্রুটমেন্ট বোর্ড (টিআরবিটি) কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা জানান, ত্রিপুরা রাজ্য শিক্ষক নিয়োগ পর্ষদ গত ২৬ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগ দিতে পরীক্ষার আয়োজন করে। তবে এ পরীক্ষায় যে সিলেবাস রয়েছে, তার বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বহু চাকরি প্রত্যাশী ভালো করে পরীক্ষা দিতে পারেননি।

এ অবস্থায় ত্রিপুরা রাজ্য শিক্ষক নিয়োগ পর্ষদ যাতে চাকরি প্রত্যাশীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়, সে আবেদন জানিয়ে পরীক্ষার্থীদের একাংশ ডেপুটেশন দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০২১।
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।