ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভবানীপুরে এগিয়ে মমতা, মুর্শিদাবাদে ২ প্রার্থীও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ভবানীপুরে এগিয়ে মমতা, মুর্শিদাবাদে ২ প্রার্থীও

কলকাতা: পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে প্রথম রাউন্ডের গণনা শুরু হতেই ২ হাজার ৮০০ ভোটে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

এর আগে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই ৭৭৫ ভোটে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবশেষ ১ হাজার ৯০০ ব্যালটের মধ্যে ১ হাজার ৩০০ ভোট পান তিনি।  

অপরদিকে মুর্শিদাবাদের দুই কেন্দ্রে অর্থাৎ সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জাকির হোসেনও এগিয়ে রয়েছেন।

প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। ভবানীপুরে ২৮৭ বুথের গণনা হবে ২১ রাউন্ড। সামশেরগঞ্জে ২৪ রাউন্ড এবং জঙ্গিপুরে গণনা হবে ২৬ রাউন্ড।

গত ৩০ সেপ্টেম্বর এই তিন কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ভবানীপুরে ভোট পড়েছিল ৫৭ শতাংশ, জঙ্গিপুরে ৭৭ শতাংশ এবং সামশেরগঞ্জে ৭৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৩ অক্টোবর ২০২১
ভিএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।