ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর উদ্দেশে মহিলা মোর্চার গণচিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
মোদীর উদ্দেশে মহিলা মোর্চার গণচিঠি

আগরতলা (ত্রিপুরা): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে গণচিঠি পাঠালো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চা কমিটি।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) আগরতলা প্রধান ডাকঘর থেকে এ ধন্যবাদমূলক চিঠিগুলো পাঠানো হয় প্রধানমন্ত্রীর দিল্লি অফিসের ঠিকানায়।

 

তাদের এ চিঠির বিষয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝরনা দেববর্মা জানান, বৃহস্পতিবার থেকে ঠিক ২০ বছর আগে এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেন। এর পরেই তিনি দেশের মানুষের জন্য ব্যাপকভাবে কাজ করতে শুরু করেন। তাই এই বিশেষ দিনকে উপলক্ষ্য করে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে ধন্যবাদমূলক চিঠি পাঠাচ্ছেন।  

ত্রিপুরা রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য জায়গা থেকেও একইভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদপত্র পাঠানো হচ্ছে।

এদিনের এ কর্মসূচিতে মহিলা মোর্চা সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা রত্না নাথ, মিডিয়া সেলের ইনচার্জ চামেলি সাহাসহ অন্য নেতারা এবং সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।