ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গেও বাড়ছে পেঁয়াজের দাম 

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
পশ্চিমবঙ্গেও বাড়ছে পেঁয়াজের দাম 

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূজার মৌসুম এলেই পেঁয়াজের দাম বেড়ে যায়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি।

বর্তমান খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ রুপি। কোথাও ৫২ রুপি।  

গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩৪ থেকে ৪০ রুপি। আর পাইকারি বাজারে ছিল ২৯ থেকে ৩০ রুপি। শনিবার (৯ অক্টোবর) তা বেড়ে হয়েছে ৩৯ রুপি।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে কলকাতার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি বৃষ্টিতে পেঁয়াজ কিছুটা নষ্ট হয়েছে এবং পূজার সময় বর্ডার বন্ধ হয়ে যাবে, এমন খবরে আগে থেকেই বেশি পরিমাণ পেঁয়াজ বাংলাদেশমুখী হচ্ছে। এসব কারণে কলকাতার বাজারে পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে।

তবে ২০২০ সালে এই সময়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ছিল ১০০ থেকে ১১০ রুপি। চলতি বছর একই সময়ে পেঁয়াজের দাম ৫০ রুপি।  

এই সময়ে প্রতি বছর নাসিক, অন্ধ্রের পেঁয়াজের ওপরেই নির্ভর করতে হয় পশ্চিমবঙ্গবাসীকে। আর পূজার মৌসুম এলেই পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। এ সময় যোগান কম থাকায় কেজি প্রতি পেঁয়াজ ১০ রুপি বেড়েছে।  

গোটা অক্টোবর পূজার মৌসুম, তাই পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। এমনটাই মনে করছেন কলকাতার পেঁয়াজ ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে বাংলাদেশের খুচরা বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ৫০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৭০-৮০ টাকায়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
ভিএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।