ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

​​​​​​​পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
​​​​​​​পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের নির্বাচন দপ্তর এখনো পৌর এবং নগর নিগম নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি, তবে ইতোমধ্যে বিরোধী তৃণমূল কংগ্রেস দল পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করেছে।  

শুক্রবার (২১ অক্টোবর) আগরতলার লেক চৌমুহনী বাজারে মিছিলের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

একদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকসহ অন্যান্য নেতারা। মিছিলের পাশাপাশি এদিন স্থানীয় এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন নেতারা।  

মিছিলের শুরুতে নেত্রী সুস্মিতা দেব বলেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। রাজ্যের প্রতিটি বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেস দলের কর্মসূচি তুলে ধরা হবে।

সুস্মিতা দেব আরও বলেন, তারা বিশ্বাস করেন ত্রিপুরার মানুষ তৃণমূল কংগ্রেস দলকে পৌরসভা এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ী করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।