আগরতলা (ত্রিপুরা): দীর্ঘ প্রতীক্ষার পর আগরতলার এমবিবি বিমানবন্দর থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান আগরতলা থেকে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু হবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানিয়েছেন।
ত্রিপুরার জনগণের স্বপ্ন পূরণের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জে এম সিন্ধিয়াকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই পরিষেবার ফলে ত্রিপুরাবাসীর মতো বাংলাদেশের জনগণও উপকৃত হবে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করবে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এসসিএন/কেএআর