আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত হাওয়াই বাড়ি এলাকায় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে পুলিশ। সেইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) খোয়াই জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী এ তথ্য জানান। এর আগে বুধবার (৮ জুন) গভীর রাতে গাঁজা জব্দ ও তাদের আটক করা হয়। আটকরা হলেন- ট্রাকচালক রাকেশ কুমার ও হেলপার সৌরভ পণ্ডিত।
ভানু পদ চক্রবর্তী বলেন, অন্যান্য দিনের মতো বুধবারও ট্রাফিক পুলিশ ও তেলিয়ামুড়া থানার একটি টিম হাওয়াই বাড়ি এলাকার নাকা পয়েন্টে গাড়ি চেকিংয়ে বসে। রাতে পাঞ্জাব রাজ্যের নিবন্ধিত একটি ট্রাক নাকা পয়েন্টে এলে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৬৭টি প্যাকেটের মধ্য থেকে দুই হাজার ১৭৭ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই কোটি রুপির বেশি। তল্লাশিকালে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এসসিএন/আরবি