আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এ বছরও উপহার স্বরূপ হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাকেও উপহারের আম পাঠানো হয়েছে।
আশা করা যাচ্ছে সোমবার (২০ জুন) আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় এসে পৌঁছাবে। সীমান্তে এসে পৌঁছলে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে আমগুলি পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
গতবছরও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠিয়ে ছিলেন। এই তালিকায় ছিলেন ত্রিপুরা সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসসিএন/কেএআর