ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগরতলায় অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগরতলায় অনুষ্ঠান

আগরতলা (ত্রিপুরা): পদ্মা সেতুর উদ্বোধনের খুশী বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।  

শনিবার (২৫ জুন) সেতুর উদ্বোধন উপলক্ষে আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বাণী পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব (স্থানীয়) মো. এস এম আসাদ্দু জামান, প্রথম সচিব প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরীসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্তৃক মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত শ্যামল চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক ডা আশিষ বৈদ্য, ড. দেবব্রত বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।