ঢাকা: তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করাসহ অন্যান্য ভাতা যুক্ত করে মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
বুধবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শ্রম মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করে। পরে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ। কিন্তু শ্রমিকদের মজুরি দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন। গত কয়েক বছরে বাড়ি ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে গার্মেন্টস শ্রমিকরা চরম বেগতিক অবস্থার মধ্যে আছে।
তারা আরো বলেন, পোশাক শিল্পের মালিকরা অর্থনীতির চরম দুর্দিনে ডলারে তাদের মুনাফার অংক গুনছেন। কিন্তু শ্রমিক পাঁচ বছর আগের মানদণ্ডে মজুরি পাচ্ছে। বর্তমান দ্রব্যমূল্য অনুযায়ী যা নয়।
সরকার দ্রুত মজুরি বোর্ড গঠন না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা ও শাহীন আলম।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
ইএসএস/জেএইচ