ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অগ্রণী ব্যাংকের জিএম হলেন মোহাম্মদ ইউছুফ খান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
অগ্রণী ব্যাংকের জিএম হলেন মোহাম্মদ ইউছুফ খান মোহাম্মদ ইউছুফ খান

ঢাকা: অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ ইউছুফ খান। পদোন্নতির আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার (টেকনিক্যাল) হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে যোগদান করেন।

মোহাম্মদ ইউছুফ খান উপ-মহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ে এস্টাব্লিশমেন্ট, ইন্ড্রাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন-২,  চট্টগ্রাম উত্তর অঞ্চল ও কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  

এছাড়া তিনি তার ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।  

মোহাম্মদ ইউছুফ খান চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিয়ারিংয়ে (সিভিল) স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি  ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে পেশাদার ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন।       

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮ , ২০২২
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।