ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দেশের প্রথম স্মার্ট সমুদ্র বন্দরের সুবিধা নেওয়ার আহ্বান কর্তৃপক্ষের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
দেশের প্রথম স্মার্ট সমুদ্র বন্দরের সুবিধা নেওয়ার আহ্বান কর্তৃপক্ষের

ঢাকা: দেশের প্রথম স্মার্ট সমুদ্র বন্দরকে ব্যবহার করে তার সুযোগ-সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) পায়রা বন্দরের অপারেশনের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষ এ আহ্বান জানান।

রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম সোহায়েল।

বন্দরের সুযোগ সুবিধা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষ সদস্য ক্যাপ্টেন জাহিদ হোসেন।

বক্তারা বলেন, পায়রা বন্দর থেকে একই সঙ্গে সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল কম খরচে পৌঁছানো সম্ভব। এ বন্দরে নির্বিঘ্নে ব্যবহার করে যানজট মুক্ত সেবা পাওয়া সম্ভব। এর ফলে একদিকে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন অন্যদিকে দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।