ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রফতানি মূল্যের প্রত্যাবাসনের দিনের হারেই নগদায়ন হবে ডলার

সিনিয়র করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
রফতানি মূল্যের প্রত্যাবাসনের দিনের হারেই নগদায়ন হবে ডলার ফাইল ফটো

ঢাকা: রফতানি পণ্যের মূল্য যে‌দিনই দে‌শে আস‌ুক প্রকৃত প্রত্যাবাসনের তারিখে ডলারের রেটে মূল্য পরিশোধ করবে ব্যাংক।

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিলম্বে রফতানি মূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে রফতানি মূল্য নগদায়ন করতে হবে। কিন্তু রফতানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখে প্রচলিত বিনিময় হার প্রয়োগ করে রফতানিকারক প্রতিষ্ঠানকে মূল্য পরিশোধ করতে হবে।

রফতানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখ এবং প্রত্যাবাসনের সময়ে বিনিময় হারের ব্যবধান হয়। এতে জটিলতা তৈরি হওয়ায় নতুন নির্দেশনা দিয়ে তা কার্যকর করার জন্য বলেছে কেন্দ্রীয় ব্যাংক।  

আরও বলা হয়েছে, চলতি বিনিময় হার এবং মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখের বিনিময় হারের ব্যবধানের অর্থ পৃথক খতিয়ানে রাখতে হবে। আর তা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।