ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতির মৃত্যুতে ডিসিসিআই সভাপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতির মৃত্যুতে ডিসিসিআই সভাপতির শোক

ঢাকা: সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি এ. এম. মুবাশ-শার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার।

শুক্রবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং পরিচালনা পর্ষদের সদস্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।  

এ. এম. মুবাশ-শার ১৯৮৯-৯০, ১৯৯১-৯২, ২০০০ এবং ২০০৪ মেয়াদে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইএমইএম রাবার ইন্ডাস্ট্রিজ-এর সত্ত্বাধিকারী ছিলেন এবং তার প্রতিষ্ঠান রাবার শিল্পের সঙ্গে সম্পৃক্ত।  

এ. এম. মুবাশ-শার গত ০৯ মার্চ ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মগবাজারের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।