ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল হারামাইন পারফিউমসের ১০ম আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
আল হারামাইন পারফিউমসের ১০ম আউটলেট উদ্বোধন

ঢাকা: প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে আল হারামাইন পারফিউমসের দশম আউটলেট।  

শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে নগরীর ২ নম্বর রেলগেট সংলগ্ন আলমাস পয়েন্টের নিচতলায় উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে যাত্রা করে আউটলেটটি।

 

এ আউটলেটটিতে রয়েছে আল হারামাইন পারফিউমসের যাবতীয় সুগন্ধির মেলা।  

নারায়ণগঞ্জের এ আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আল হারামাইন পারফিউমসের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সামিরা রহমান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর তানভীর আহমেদ ও আল হারামাইন পারফিউমস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সাব্বির আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।  

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ জানান, পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি এ আউটলেটে থাকছে ডিওডোরেন্ট আর এয়ারফ্রেশনার মতো সুগন্ধি পণ্য।

উদ্বোধন উপলক্ষে এ আউটলেটে কেনাকাটার ওপর থাকছে তিন দিনব্যাপী সমস্ত প্রোডাক্টে ১৫ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়। এ আউটলেট দিয়ে বাংলাদেশে আল হারামাইন পারফিউমসের মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ভবিষ্যতে আরও আউটলেট শুরু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিস।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।