ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম-৮ উপনির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
চট্টগ্রাম-৮ উপনির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধের নির্দেশ

ঢাকা: আগামী ২৭ তারিখ চট্টগ্রাম-৮ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় বাণিজ্যিক ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে।

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপর্টিমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডস) থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬ এপ্রিলের প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে ২৭ এপ্রিল ভোটের দিন নির্বাচনী এলাকা বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে (শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন ব্যতীত) অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

এছাড়া ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব ব্যাংকের শাখা বা উপশাখায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।