ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মমতার জন্য হাঁড়িভাঙ্গা আম পাঠালেন শেখ হাসিনা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
মমতার জন্য হাঁড়িভাঙ্গা আম পাঠালেন শেখ হাসিনা

বেনাপোল (যশোর): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক হাজার ২০০ কেজি হাঁড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।

সোমবার (১২ জুন) দুপুরে বেনাপোল পেট্রাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ উপহার দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা।

এদিকে আম বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হবে।  

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের অ্যাসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।