ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী: সোমবার বিকেলের পর বন্ধ রাজধানীর জুয়েলার্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী: সোমবার বিকেলের পর বন্ধ রাজধানীর জুয়েলার্স

ঢাকা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ জুলাই (সোমবার) বিকেল ৫টার পর থেকে রাজধানী ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শনিবার (১৫ জুলাই) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বর্ণাঢ্য আয়োজনে ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন সফল করার লক্ষ্যে এদিন (১৭ জুলাই) বিকেল ৫টার পর থেকে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সারা দেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।