ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জমকালো আয়োজনে ঢাকা রিজেন্সি নাইট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
জমকালো আয়োজনে ঢাকা রিজেন্সি নাইট 

ঢাকা: জমকালো আয়োজন উদযাপিত হলো ‘ঢাকা রিজেন্সি কর্পোরেট নাইট’। ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজিত কর্পোরেট নাইট ইভেন্টের উদ্দেশ্য ছিল নতুন সব পরিষেবার সঙ্গে অতিথিদের পরিচয় করানো।

এছাড়া বিভিন্ন সেক্টরের পেশাদারদের মধ্যে সংযোগ, সহযোগিতা এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই বিশেষ আয়োজন।  

ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক শাহিদ হামিদ এফআইএইচ আমন্ত্রিত অতিথিদের দীর্ঘ সময়ের পথ চলায় ঢাকা রিজেন্সির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার সন্ধ্যার ওই অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, সামাজিক ও ব্যবসায়িক উদ্যোক্তা, এয়ারলাইন্স ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তাসহ ৪০০’র -বেশি অতিথি উপস্থিত ছিলেন।

বুফে ডিনারের পাশাপাশি অতিথিদের জন্য অনুষ্ঠানে লাইভ মিউজিক এবং আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ২১ জুলাই, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।