ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা সপ্তম মেয়াদে বিকেএমইএ'র সভাপতি সেলিম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
টানা সপ্তম মেয়াদে বিকেএমইএ'র সভাপতি সেলিম ওসমান ফাইল ফটো

ঢাকা: বিকেএমইএ পরিচালনা পর্ষদে ২০২৩-২৫ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান এমপি। এ নিয়ে টানা সপ্তম মেয়াদে তিনি বিকেএমইএ'র সভাপতি নির্বাচিত হলেন।

বুধবার (২৬ জুলাই) বিকেএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি, মনসুর আহম্মেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।  
সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।  

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেএমইএ'র প্রধান কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়।

গত ২০ জুলাই মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সেলিম ওসমান এমপির নেতৃত্বে বিকেএমইএ পরিচালনা পর্ষদের নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নীট ফোরামের প্রার্থীরা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন মঙ্গলবার (২৫ জুলাই)। যেহেতু নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে সেহেতু বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ ধারা অনুযায়ী নির্বাচনের প্রয়োজন হয় না। ফলে বিধি অনুযায়ী ২৫ জুলাই তারিখেই টানা সপ্তম মেয়াদে সভাপতি নির্বাচিত হন একেএম সেলিম ওসমান।

এ পর্ষদে ২৫ জন পরিচালকের মধ্যে ২৪ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, আশিকুর রহমান, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিল, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান, মে মিনহাজুল হক, ফাওজুল ইমরান খান ও খোরশেদ আহমেদ ভূনিম। বাকি একজনের নাম বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরবর্তীতে ঘোষণা করা হবে।

এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা এই বোর্ডের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।