ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ঋণ বিতরণের লক্ষ্য পূরণ করতে পারেনি ৭ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
কৃষি ঋণ বিতরণের লক্ষ্য পূরণ করতে পারেনি ৭ ব্যাংক

ঢাকা: কৃষি ঋণ বিতরণে লক্ষ্য পূরণ করতে পারেনি সাতটি ব্যাংক। এই কারণে এসব ব্যাংকগুলোকে জরিমানা গুনতে হচ্ছে।

ব্যাংকগুলো হলো এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

কৃষি ঋণ বিতরণে অনর্জিত ঋণের সমপরিমাণ টাকা এসব ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে থাকা একাউন্ট থেকে কেটে নিয়ে তহবিল গঠন করা হবে। সেই তহবিল কৃষকদের মধ্যে কৃষি ঋণ হিসেবে বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব ব্যাংককে মোট ঋণের কমপক্ষে দুই শতাংশ হারে কৃষি ঋণ বিতরণ করার কথা। এ ঋণ বিতরণে ব্যর্থতার কারণে ব্যাংকগুলোকে জরিমানা গুনতে হচ্ছে।

লক্ষ্যমাত্রার সবচেয়ে কম কৃষি ঋণ বিতরণ করেছে মধুমতি ব্যাংক। ব্যাংকটির কৃষি ঋণ বিতরণ করার কথা ৯০ কোটি টাকা; বিতরণ করেছে মাত্র সাত কোটি ১৯ লাখ টাকা। এরপর আছে ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটির বিতরণ কথা ৩৯২ কোটি টাকা; বিতরণ করেছে মাত্র ৫১ কোটি টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংক ৬১২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ১৭২ কোটি টাকা। এবি ব্যাংকের বিতরণ করার কথা ৫২১ কোটি টাকা; ব্যাংকটি বিতরণ করেছে ১৭৬ কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংক ২২৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ৭৭ কোটি টাকা। ৭৬০ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ন্যাশনাল ব্যাংক বিতরণ করেছে ২৬৬ কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লক্ষ্যমাত্রার ৭৬ শতাংশ বিতরণ করেছে।

কৃষি ঋণের সুদ হার তুলনামূলক কম, সার্ভিস চার্জ নেই, যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত। কৃষি ঋণের পরিমাণও কম। এ জন্য অপারেটিং খরচ বেশি পড়ে। অন্যদিকে, শিল্প বা অন্যান্য ঋণের পরিমাণ বেশি, সুদ হারও তুলনামূলক প্রতিযোগিতামূলক। আবার অনেক ব্যাংকেরই কৃষি ঋণ বিতরণ করার মত পল্লী অঞ্চলে শাখা নেই। এ কারণে কৃষি ঋণ বিতরণে অধিকাংশ ব্যাংকই আগ্রহ কম দেখায়। বিষয়টি বিবেচনায় রেখেই বাংলাদেশ ব্যাংক এনজিও লিংকেজ ব্যবহার করে কৃষি ঋণ বিতরণে নির্দেশনা দিয়েছে। মোট ঋণের প্রায় ১৩ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ হচ্ছে এনজিও লিংকেজ ব্যবহার করে।

সাত বাণিজ্যিক ব্যাংক কৃষি ঋণ বিতরণে লক্ষ্য পূরণ না করতে পারলেও পুরো ব্যাংকিং খাতের জন্য নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মোট ৩০ হাজার ৮১১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয়েছে ৩২ হাজার ৮৩০ কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার ১০৬ দশমিক ৫৫ শতাংশ কৃষি ঋণ বিতরণ হয়েছে।

তথ্য বলছে, কিছু ব্যাংক বেশি কৃষি ঋণ বিতরণ করেছে। লক্ষ্যমাত্রার কয়েক গুণ পর্যন্ত ছাড়িয়ে গেছে কয়েকটি ব্যাংক। এর মধ্যে বিদেশি ব্যাংক আল ফালাহ ও হাবিব ব্যাংক। দেশি বেসরকারি ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, নতুন বেঙ্গল ব্যাংক, ঢাকা ব্যাংক ইত্যাদি।

আর একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণ করা ব্যাংকগুলো হলো কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।