ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাথরঘাটায় প্রথম দিনই বিক্রি ৬৭৪১ কেজি মাছ 

জাহিদুল ইসলাম মেহেদী ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
পাথরঘাটায় প্রথম দিনই বিক্রি ৬৭৪১ কেজি মাছ 

বরগুনা: মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে শুধু পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৬ হাজার ৭৪১ কেজি মাছ বিক্রি হয়েছে ১৬ লাখ ৪৭ হাজার ৬০০ টাকায়। এতে প্রায় ২১ হাজার ৯৫ টাকা রাজস্ব আদায় হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতার কেন্দ্র পাথরঘাটা বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান।  

বিপ্লব কুমার বাংলানিউজকে বলেন, ইলিশ রক্ষায় বঙ্গোপসাগরসহ সব নদ-নদীতে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে শুধু পাথরঘাটা বিএফডিসিতে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৬ হাজার ৭৪১ কেজি মাছ ক্রয়-বিক্রয় হয়েছে এর মধ্যে রূপালী ইলিশ এক হাজার ৭৪১ কেজি ও অন্যান্য মাছ পাঁচ হাজার কেজি যার বাজার মূল্য ১৬ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ২১ হাজার ৯৫ টাকা।  

এদিকে দীর্ঘ বিরতির পর মাছ আহরণ শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বরগুনার জেলেদের মাঝে।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।