ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইমাম বাটন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক লেনদেন তদন্তের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
ইমাম বাটন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক লেনদেন তদন্তের নির্দেশ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রি লিমিটেডের অস্বাভাবিক লেনদেন তদন্তে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সইকরা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, ইমাম বাটনের শেয়ারের দর গত ৭ সেপ্টেম্বর ১০৪.৪০ টাকা ছিল যা বৃদ্ধি পেয়ে ২৬ অক্টোবর ১৯৪.১০ টাকা হয়েছে। শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেন (ট্রেডিং) এর উপর তদন্তের নির্দেশনা দিয়ে ২৮ নভেম্বের ঢাকা স্টক এক্সচেঞ্জকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সার্ভেইল্যান্স বিভাগ থেকে পত্র মারফত ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এসএমএকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।