ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চার মাসে রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯৭৬ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
চার মাসে রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯৭৬ কোটি টাকা

ঢাকা: চলতি ২০২৩-২৪ করবর্ষের প্রথম চার মাস জুলাই-অক্টোবরে এক লাখ তিন হাজার ৯৭৬ কোটি টাকা আয়কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৩৬ শতাংশ বেশি।

এ তথ্য জানিয়েছে রাজস্ব বোর্ডের একটি সূত্র।

এনবিআরের তথ্য অুনযায়ী, জুলাই-অক্টোবর চার মাসে আয়কর আদায় হয়েছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা। আগের বছর একই সময়ে আয়কর আদায় হয়েছিল ২৬ হাজার ৭৮৪ কোটি টাকার। এক্ষেত্রে প্রবৃদ্ধি হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয় হয়েছে ৩২ হাজার ৬৬১ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শুল্ক আদায় হয়েছিল ২৯ হাজার ৯৩৭ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৯ দশমিক ১২ শতাংশ।

উল্লিখিত চার মাসে ভ্যাট আদায় বেড়েছে ১৭ দশমিক ১১ শতাংশ। চলতি বছরে চার মাসে ভ্যাট আদায়ের পরিমাণ ছিল ৪০ হাজার ৪৮ কোটি ৬২ লাখ টাকা।

চলতি ২০২৩-২৩ করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে চার লাখ ৩০ হাজার কোটি টাকা। জুলাই-অক্টোবর চার মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে এক লাখ ৪৩ হাজার কোটি টাকার কিছু ওপরে।

এ হিসাবে রাজস্ব আদায় কিছুটা কম হলেও প্রবৃদ্ধি ভালো হয়েছে।

বাংলাদেশ সময়: ‍১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।