ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই প্রকল্পে ব্যয় বাড়ল ৩৪ কোটি ২২ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
দুই প্রকল্পে ব্যয় বাড়ল ৩৪ কোটি ২২ লাখ টাকা

ঢাকা: গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম এবং ঝিনাইদহ-যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ৩৪ কোটি ২১ লাখ ৯২ হাজার ৭৮৪ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির ৪২তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।



বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।  

তিনি সাংবাদিকদের বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘উইকেয়ার ফেজ-১: ঝিনাইদহ-যশোর মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের পরামর্শক ব্যয় ৫ কোটি ১৯ লাখ ১ হাজার ৭৮৪ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে রয়েছে- ভারতের ইন্টারন্যাশনাল কনসালটেন্ট অ্যান্ড টেকনোক্রাটস প্রাইভেট লিমিটেড, ইউকের রোফটন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বাংলাদেশের বিসিএল অ্যাসোসিয়েট।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক ‘এস্টাব্লিশমেন্ট অফ গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ার এলজি-স্যামহি কনসোটিয়াম-কে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৯ কোটি ২ লাখ ৯১ হাজার টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।