ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঊর্ধ্বমুখী প্রবাসী আয়, ১৫ দিনে এলো ১০৭ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ঊর্ধ্বমুখী প্রবাসী আয়, ১৫ দিনে এলো ১০৭ কোটি ডলার

ঢাকা: ডিসেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এলো ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭১৩ কোটি টাকা ৯৮ লাখ ১৫ হাজার টাকা।

(প্রতি ডলার ১০৯ টাকা ৭০ পয়সা হিসাবে)। তথ্য অনুযায়ী, এটি আগের মাস নভেম্বর ও আগের বছরের ডিসেম্বর মাসের চেয়ে বেশি।

রোববার (১৭ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, ডিসেম্বরের ১৫ দিনের প্রতিদিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এছাড়া চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় হাজার ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ হিসাবে ডিসেম্বর মাসের ১৫ দিনে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ছয় ব্যাংকর মাধ্যমে এসেছে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ‍৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।